হোম অন্যান্যসারাদেশ খুলানা-সাতক্ষীরা সড়কের শাকদাহ ব্রিজ দুর্ঘটনার মরনফাদ!

মোহাম্মাদ নিজামঃ

তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় এক প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানিয়রা জানায়, খুলনা থেকে আসার সময় সাতক্ষীরাগামী প্রাইভেট কার একটি ভ্যান ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। চালক সালমান (৩০) কনোক্রমে প্রাণে বেঁচে যায় । তার বাড়ি সাতক্ষীরা শহরের ধুলিহর গ্রামে।

কিছুদিন পুর্বে শাকদাহ ব্রিজে আশাশুনির অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী সড়ক দূর্ঘটনায় নিহত হয়। এর আগেও ঝরেছে অসংখ্য মানুষের জীবন। গত রোববার (১০ জানুয়ারি) সকালে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রিজে একেরপরএক দূর্ঘটনা লেগেই আছে। আরকতো দূর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গবে!

ব্রিজটিতে দূর্ঘটনা প্রবণতা দিন দিন বৃদ্ধি পেলেও ব্রিজটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেন এত অবহেলা তানিয়ে সচেতন মহলের মনে প্রশ্ন। বিষয় সমাধানের জন্য সচেতন নাগরিকরা সাতক্ষীরা জেলা প্রশাসক মহাদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন