হোম অন্যান্যসারাদেশ খুলনায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত

খুলনায় ১৬৪ জনের নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

খুলনা অফিস :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে শনিবার ১৬৪ টি টেস্টে ২ জনের নমুনা পরীক্ষার ফল পজেটিভ হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, আজ মেডিকেল কলেজের পিসিআর মেশিন ১৬৪ জনের নমুনা পরীক্ষা পরীক্ষা করা হয় । এর মধ্যে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের খাটাইল গ্রামের বাসিন্দা সুলতান গাজীর কন্যা রাঈমা ( ২৫ ) ও মাজেদুল ফকিরের কন্যা ফাতেমা (২৪), এর নমুনা রির্পোট পজিটিভ এসেছে ।

দাকোপ উপজেলা প্রশাসন জানান, এই দুই নারী গত সপ্তাহে নারায়নগঞ্জ থেকে দাকোপে এসেছে । এরা ২জনই নারায়গঞ্জের গার্মেন্স শ্রমিক । রাঈমা ও ফাতেমা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পিসিআর মেশিনে পাঠানো হয়।

বর্তমানে রাঈমা ওফােেহাম দাকোপের খাটাইল গ্রামে কোয়ারেন্টাইনে রাখা রয়েছে । ‌‌‌দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার পানখালী ইউনিয়নের খাটাইল গ্রামের বাসিন্দা রাঈমা ও ফাতেমা নমুনা রির্পোট পজিটিভে খবর শুনেই তাদের বাড়ীতে এসেছি । সেখানে করেনায় আক্রান্ত দুই জনের বাড়ী সহ তাদের আশ পাশের আরো ৪০টি বাড়ী লকডাউন করা হয়েছে ।

এদিকে গত ৭ এপ্রিল খুলনা মেডিকেল কলেজে পিসিআর মেশিন স্থাপনের পর এ পর্যন্ত ২১৯২ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পিসিসআর মেশিনে ২৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনায় জেলায় ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । সুস্থ্ হয়েছে একজন এবং এক জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন