হোম অন্যান্যসারাদেশ খুলনায় স্বাস্থ্যবিধি মেনে আদালত পরিচালনার দাবি

খুলনায় স্বাস্থ্যবিধি মেনে আদালত পরিচালনার দাবি

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে নিয়মিত আদালতের কার্যক্রম চালুর দাবি করা হয়েছে। মঙ্গলবার সকালে আইনজীবীদের উদ্যোগে আইনজীবী সমিতি ভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এবং পরিচালনা করেন অ্যাড. এস এম মাসুদুর রহমান ও অ্যাড. খন্দকার মহাসিন।

সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো বিকল্প নেই। এ ব্যাপারে আইনজীবীরা সচেতন। কিন্তু দেশের নির্বাহী বিভাগ, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবই খোলা। অথচ বিগত প্রায় ৪ মাস ধরে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ। সে কারণে একদিকে যেমন বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে আইনজীবীরা বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বিশেষ করে স্বচ্ছ প্রাকটিশনার ও জুনিয়র আইনজীবীরা বেশী অসুবিধার মধ্যে আছেন।

বক্তারা প্রধানমন্ত্রী,প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ দাবী কারো বিরুদ্ধে নয়, সর্বস্তরের আইনজীবী ও বিচার-প্রার্থী জনগণের পক্ষে। আইনজীবীগণ অনতিবিলম্বে সীমিত হলেও আদালত চালুর আহবান জানান। প্রয়োজনে অন্যান্য কার্যক্রম বন্ধ থাকলেও মামলা ফাইলিং,সারেন্ডার এবং হাজতি আসামীদের জামিন শুনানী কার্যক্রম শারীরিক দূরত্ব বজায় রেখে, সীমিত আকারে হলেও নিয়মিত আদালত চালু হওয়া প্রয়োজন। ভার্চুয়াল কোর্টেও বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি শতভাগ মানা সম্ভব হচ্ছে না।পরিকল্পিত উপায়ে আদালতের কার্যক্রম চালু হলে স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম পরিচালনা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. এস আর ফারুক, অ্যাড. মিনা মিজানুর রহমান, অ্যাড. সুমলা ধর, অ্যাড. মফিজ উদ্দিন, অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. খান লিয়াকত আলী, অ্যাড. মোঃ আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. শহীদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন