হোম অন্যান্যসারাদেশ খুলনায় শ্যালকদের পিটুনিতে ভগ্নিপতি নিহত

খুলনায় শ্যালকদের পিটুনিতে ভগ্নিপতি নিহত

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

খুলনা অফিস :
খুলনার তেরখাদা উপজেলায় স্ত্রী ও শ্যালকদের পিটুনিতে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের  উত্তরপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম একই এলাকার সোবহান মোলার ছেলে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সাত-আট বছর আগে রবিউল ইসলাম তার মামা রেজাউল মোল্যার মেয়ে বালি খাতুনকে (২৫) বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে-মেয়ে রয়েছে।গত একমাস আগে রবিউল তার শ্যালক লিটু মোল্যার স্ত্রীকে (২২) ভাগিয়ে নিয়ে বিয়ে করে অন্য জায়গায় বসবাস করছিলেন। তবে প্রায়ই তিনি বাড়িতে আসতেন।মঙ্গলবার রাতে রবিউল বাড়িতে আসলে দ্বিতীয় বিয়ে নিয়ে তার সঙ্গে স্ত্রী বালির বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বালির ভাইয়েরা এসে তাকে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রবিউলের স্ত্রী বালি খাতুনের খালাতো ভাই জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন