হোম জাতীয় খুলনায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, স্বাভাবিক ট্রেন চলাচল

জাতীয় ডেস্ক :

খুলনায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দেড় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগিটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে সোয়া ২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে খুলনা নগরীর দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের সামনে তেলবাহী ট্রেনের গার্ড বগিটি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দৌলতপুর রেল স্টেশন মাস্টার আবদুল ওহাব বিশ্বাস বলেন, সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ার পর দুপুর ৩টার দিকে উদ্ধারের কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শেষ করে। বগি লাইনচ্যুতের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ জানান, সোমবার দুপুরে বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। ট্রেনটি খালি ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন