হোম অন্যান্যলিড নিউজ খুলনায় প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু, ২০ বাড়ি লকডাউন

খুলনায় প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু, ২০ বাড়ি লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

খুলনা অফিস:

খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুর আলম খান নামে এক জন মারা গেছে। তিনি খুলনার প্রথম করোনা আক্রান্তে মৃত ব্যক্তি। মৃত্যু ব্যক্তি খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে নুর আলম খান (৪৩)। মঙ্গলবার (২১ এপ্রিল) খুলনায় প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা : খুলনায় করোনার উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত করা হয়েছে। তিনি খুলনার প্রথম করোনা আক্রান্তে মৃত ব্যক্তি। সে খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা জানায়, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি আইটেল টেকনো মোবাইল কোম্পানিতে চাকরি করতেন। তিনি গত ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ বলেন, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯১ টি নমুনা পরীক্ষা হয়েছে। একজনের শরীরে করোনা পাওয়া গেছে। শনাক্ত হওয়া ওই ব্যক্তি মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।

এদিকে, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানিয়েছেন, উপজেলার রাজাপুর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা যাওয়ায় তার বাড়ীর আশপাশের ২০টি পরিবার লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা আরও কাউকে পাওয়া গেলে সেগুলোও পর্যায়ক্রমে লকডাউন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন