হোম অন্যান্যসারাদেশ খুলনায় চাঁদের হাটের তিনদিন ব্যাপী পিঠা উৎসব

খুলনা অফিস :

ঐতিহ্য ধরে রাখা আর হারিয়ে যাওয়া দেশীয় সংস্কৃতি পুনরুজ্জিবিত করতে খুলনায় আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের তত্বাবধানে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপাী এ মেলার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট।

নগরীর জোড়াগেটস্থ সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রের প্রাঙ্গণে এ পিঠা মেলার পসরা সাজানো হয়েছে। আয়োজনের ঘাটতি নেই যেন কোথাও। ফুল প্যানা ফেস্টুন আর বেলুন টাঙিয়ে করা হয়েছে বড় গেট। উদ্যোক্তারা স্টল সাজিয়েছেন নিজেদের মত করে। ক্রেতা দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হচ্ছে এ মেলার মাঠ।

প্রাত্যহিক ব্যস্ততায় এখন আর পৌষ মাস আসলেও আগের মতো পিঠা-পুলির উৎসব ঘরে ঘরে দেখা যায় না। গ্রাম বাংলার এ সংস্কৃতি জাগরণে তাই নেওয়া হয়েছে এ উদ্যোগ এমন মন্তব্য করেছেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও চাঁদের হাটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাদিক মাহতাব।

মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কর্মচারী কল্যান বোর্ড খুলনা বিভাগীয় উপপরিচালক মু: বিল্লাল হোসেন খান বলেন, শহুরে যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম বঞ্চিত হচ্ছে গ্রামীন এসব স্বাদ এবং আনন্দ থেকে। বর্তমানে রাজধানী শহর ঢাকার প্রেক্ষাপটে বিভিন্ন শিল্প সংগঠনগুলো মেলা আকারে এসব উৎসবের আয়োজন ফিরিয়ে আনলেও বিভাগীয় বা জেলা শহর হিসেবে খুলনা অনেকটা পিছিয়ে রয়েছে। নতুন প্রজন্মকে দেশীয় এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, হরেক রকমের পিঠার সমাহার নিয়ে বসেছেন উদ্যোক্তারা। মোট ২১টি স্টল দিয়ে সাজানো হয়েছে মেলার মাঠ। পিঠার পাশাপাশি হস্তশিল্পের কারুকার্য সমৃদ্ধ বিভিন্ন রঙের শাড়ি, সালোয়ার কামিজ এবং জামার স্টলও দিয়েছেন অনেকেই। মেলার প্রথম দিনে সকাল থেকেই ভীড় ছিল চোখে পড়ার মত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলছে মেলা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার বেলা ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি)। সম্মানিত অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন (বিপিএম), বিশেষ অতিথি ছিলেন, কালেক্টরেট পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ আবুল বাশার মোল্যা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোঃ মফিজুল ইসলাম, চিত্রনায়ক মাছুদ পারভেজ রুবেল। মুখ্য আলোচক ছিলেন বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কর্মচারী কল্যান বোর্ড খুলনা বিভাগীয় উপপরিচালক মু: বিল্লাল হোসেন খান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন