খুলনা অফিস :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গার মসজিদ গলি থেকে উদ্ধারকৃত অজ্ঞাতামা নারী (৫০), চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তার। এঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর দুপুরে সোনাডাঙ্গা মসজিদ গলি এলাকা থেকে অজ্ঞাতনামা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন জনৈক আসাদ।
সড়কে অসুস্থ্য অবস্থায় পড়েছিলেন ওই নারী। বুধবার দুপুর ২টার দিকে মৃত্যু হয়েছে ওই নারীর। এঘটনায় সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ।
s
