হোম অন্যান্যসারাদেশ খুলনায় কর্মহীন নির্মাণ শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় কর্মহীন নির্মাণ শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 139 ভিউজ

খুলনা অফিস :
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় কর্মহীন নির্মাণ শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করেন।শনিবার নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আটশত ১৭ শ্রমিকের মাঝে আট কেজি করে চালসহ
এ সময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান শিকদার রাজুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে বয়রা বিভাগীয় শ্রম অধিদপ্তর চত্বরে দুই হাজার একশত ২২ এবং সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ছয়শ ৩২ কর্মহীন নির্মাণ শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ১২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮, ৩১ নম্বর ওয়ার্ড কার্যালয় চত্বরে পাঁচশত ৭১ এবং ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয় চত্বরে পাঁচশত ৭১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন