হোম অন্যান্যসারাদেশ খুলনায় করোনায় একজনের মৃত্যু

খুলনায় করোনায় একজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 153 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গণেশ চন্দ্র বণিক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, করোনা আক্রান্ত গণেশ চন্দ্র শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৭টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌঁনে ১০টায় তার মৃত্যু হয়। মৃত গণেশ চন্দ্র খুলনা মহানগরীর বড়ো মির্জাপুর ( ইউসুফ রো) রোডের বাসিন্দা।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনায় গণেশ চন্দ্র বণিক সহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১০জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার খুলনায় চিকিৎসাধীন অবস্থায় দু’জন নারীসহ ৭জনের করোনা উপসর্গে মৃত্যু হয়। যা খুলনায় একদিনে করোনা উপসর্গে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন