হোম অন্যান্যসারাদেশ খুলনায় করোনা ভাইরাস ছড়ানোর হট স্পট হতে পারে চুকনগর রেনু পোনার বাজার

খুলনায় করোনা ভাইরাস ছড়ানোর হট স্পট হতে পারে চুকনগর রেনু পোনার বাজার

কর্তৃক
০ মন্তব্য 121 ভিউজ

খুলনা অফিস:
করোনা ভাইরাস ছড়ানোর হট স্পট হতে পারে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের রেনু পোনার বাজার। এই বাজারটি যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার মিলন স্থান। যে কারণে এই বাজারটিকে ট্রানজিট পয়েন্টও বলা হয়।এছাড়াও এটাকে দক্ষিণাঞ্চলের বানিজ্যিক শহরও বলা হয়ে থাকে। সারাদেশে করোনা ভাইরাসের আক্রমন রোধকল্পে সরকারীভাবে বিভিন্ন ধরনের নির্দেশনা থাকলেও কিছুতেই করোনা শিষ্টাচার মানছে না চিংড়ী পোনা বিক্রেতা এবং ক্রেতারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ একটি গণবিজ্ঞপ্তি জারি করে গত ৮ জুলাই (যার আরক নং-০৫.৪৪.৪৭০০.০২১.২০.০১২.২০.৬৩৮)। যেখানে উল্লেখ অছে সকল ক্রেতা বিক্রেতাকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায় এই রেনু পোনার মার্কেটে সামাজিক দূরত্ব মানাতো দূরের কথা কারোর মুখে মাক্স পর্যন্ত নেই।অথচ ব্যবসায়ীরা এই মাছের পোনা নিয়ে আসছে সুদূর চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে। এখানকার ক্রেতারা হলেন যশোর, খুলনা,বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ঘের ব্যাবসায়ীরা। তাদের মুখে থাকছেনা মাক্স, মানছেনা সমাজিক দূরত্ব।এমনকি ব্যাবহার করছেনা হ্যান্ডস গ্লাভস সহ কোন ধরনের স্যানিটাইজার । যে কারণে এই চুকনগর বাজারের রেনু পোনার মার্কেট থেকে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে মহামারি করোনা ভাইরাস।

এদিকে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একের পর এক মাইকিং করা সহ বিভিন্নভাবে এলাকার জনসাধারণকে সচেতন করা সহ বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে জরিমানা করা সহ শাস্তি প্রদান করছে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে। কিন্তু কিছুতেই স্বাস্থ্যবিধি সহ সরকারী নির্দেশনা মানছেনা এই রেনু পোনা ব্যাবসায়ী ও ক্রেতারা। এ বিষয়ে চুকনগর বাজার রেনু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পদক মোঃ আব্দুল হান্নান এর কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এবিষয় নিয়ে কথা বললে উপজেলা স্বাস্থ্য ও পঃ কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রুস্তম বলেন, “হাট বাজারে যেহেতু সামাজিক দূরত্ব মানাটা কঠিন হচ্ছে, সেক্ষেত্রে মাক্স ও হ্যান্ডস গ্লাভস পরাটা বাধ্যতা মূলক। অন্যথায় মহামারি করোনা ভাইরাস দ্রত ছড়িয়ে পড়বে এবং এটা খুব খারাপ অবস্থার দিকে যাবে”।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম বলেন,যারা সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছে না তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন