হোম জাতীয় খুলনায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

খুলনায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 145 ভিউজ

খুলনা অফিস:

খুলনায় করোনা উপসর্গ নিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শুক্রবার রাত ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাগেরহাটের কচুয়া থেকে আসা ১৬ মাসের এক শিশু ভর্তি হয়।  শনিবার  দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্তায় সে মারা যায়। শিশুটির পাতলা পায়খানা ও শ্বাসকস্ট ছিল। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, খুলনা মহানগরীর আড়ংঘাটার রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার বিকাল চার টার দিকে তিনি মারা যান।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাঃ শৈলান্দ্রনাথ বিশ্বাস জানান, তার করোনা উপসর্গ ছিল। গতকালই করোনা পরীক্ষায় তার নমুনা সংগ্রহ করা হয়।

গতকাল পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ নেতা কামাল হোসেন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃদ্ধর কোন নাম-পরিচয় এখনও পায়নি পুলিশ। খুলনা মেডিকেল কলেজ কতৃপক্ষ বিনামূল্যে তার চিকিৎসা করছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন