হোম অন্যান্যসারাদেশ খুলনায় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি আমরা স্বপ্নছায়া পরিবার

খুলনায় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি আমরা স্বপ্নছায়া পরিবার

কর্তৃক
০ মন্তব্য 74 ভিউজ

“স্বপ্নছায়া”’ এর মানব কল্যাণমূলক নিয়মিত কর্মসূচির একটি হলো অসহায়দের সহযোগিতা । এছাড়াও রয়েছে, স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, মেধাবীদের বৃত্তি প্রদান, বেকারদের কর্ম সংস্থান, প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্ম পরিকল্পনা।

এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে সব মুসলমানের মাঝে আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে। নতুন নতুন জামা-কাপড় পরিধান করা, ঈদগাহে নামাজ পড়া, ফিরনি সেমাই খাওয়া প্রভূত ঈদের দিনের ঐতিহ্য ও সংস্কৃতি। বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পেলেও হতদরিদ্রের সংখ্যা এ দেশে কম নেই। দেশের বিরাট এক অংশ আজো দরিদ্র। তার ওপর আবার করোনা মহামারীতে দেশর মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

‍যাদের অনাহার আর কষ্টে রেখে আমাদের ঈদের আনন্দ কখনো সার্থক হবে না। এদের দেখার দায়িত্ব আমাদের সবার। এই ঈদে তাদের মুখেও হাসি ফোটানো আমাদের সবার কর্তব্য। আমরা কি পারি না সম্মিলিতভাবে এসব গরিব অসহায় মানুষ ও শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে? এগিয়ে এসেছি আমরা স্বপ্নছায়া পরিবার।

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছি আমরা একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী। আমাদের লক্ষ আগামী ২৭ রমযান রাতের আধারে প্রায় ১০০-১৫০ টি পরিবারের কাছে ঈদ এর উপহার পৌঁছে দিব ইনশাআল্লাহ। যাতে অন্তত তারা ঈদ এর ২-৩ দিন আনন্দের সাথে কাটাতে পারে। এখন আমাদের দরকার আপনার দোয়া আর সহযোগিতা।

আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলেই আমরা সবাই সব ভেদাভেদ ভুলে ঐক্যতার মাধ্যমে ঈদকে সবার জন্য আনন্দময় করে তুলতে পারবো। আপনার দান ও যাকাতের অর্থ ১০০% স্বচ্ছতার সাথে পৌঁছে যাবে সমাজের অবহেলিত সেই সব মানুষের কাছে ইনশাআল্লাহ। সকলকে অন্তত এই পোস্ট টা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।

সংগঠনটির পরিচালক মোঃ মাসুম বিল্লাহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন। তিনি আরও বলেন “সংকল্প এর মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়া এবং সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন