হোম অন্যান্যলিড নিউজ খুলনায় অনিয়ম-দুর্নীতি রোধে সরকারি ত্রাণ কার্যক্রম তদারকির জন্য মনিটরিং টিম গঠন

খুলনায় অনিয়ম-দুর্নীতি রোধে সরকারি ত্রাণ কার্যক্রম তদারকির জন্য মনিটরিং টিম গঠন

কর্তৃক
০ মন্তব্য 150 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচীর কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম মনিটরিংয়ের জন্য খুলনা মহানগরীতে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে এ টিম গঠন করেন। প্রতিটি টিমে চারজন করে কর্মকর্তার সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়েছে।

এই আটটি টিম খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম মনিটরিং করবেন। টিমের সদস্যরা সরেজমিনে ত্রাণ কার্যক্রম তদারকি করে খুলনার জেলা প্রশাসক এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেনকে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের গৃহীত কার্যক্রমের কারণে নিন্মআয়ের ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ শ্রমিক, দিনমজুরসহ অনেক শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

তাদেরকে খাদ্য সহায়তা দিতে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচী আওতায় সবাইকে সাহায্য করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যেন কোন প্রকার অনিয়ম ও দুনীতির আশ্রয় না নেয়া হয় সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। মহানগরীল জন্য আটটি টিম গঠন করে ইতিমধ্যেই তদারকির কাজ শুরু করা হয়েছে।

একই ভাবে প্রতিটি উপজেলাতেও তদারকির জন্য মনিটরিং টিম গঠন করা হবে। কোথাও কোন ধরনের অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ঘরে থাকন-নিরাপদে থাকুন কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন