হোম অন্যান্যসারাদেশ খুলনায় অক্টোবরে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

খুলনায় অক্টোবরে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

কর্তৃক
০ মন্তব্য 178 ভিউজ

খুলনা অফিস :
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আগামী অক্টোবরে ই-পাসপোর্টের সেবা দেওয়া হবে। এমনটা প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন এ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। জানা যায়, সারা দেশে ই-পাসপোর্টের কার্যক্রম পর্যায়ক্রমে হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে ই-পাসপোর্ট সেবা আগে শুরু হবে। খুলনা বিভাগে আরও আগেই ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে সেটি বিলম্বিত হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়,ইতিমধ্যে ই-পাসপোর্ট সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে কর্তৃপক্ষ। যন্ত্রপাতিও রয়েছে প্রস্তুত। অপেক্ষা প্রশিক্ষণ ও নির্দেশনার। সেপ্টেম্বরের মধ্যে ট্রেনিং শেষ হয়ে যাবে। সম্ভব হলে সেপ্টেম্বরের শেষ দিকে তা না হলে অক্টোবর থেকেই ই-পাসপোর্ট সেবা চালু হবে।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো: তৌফিকুল ইসলাম খান বলেন, ই-পাসপোর্ট সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আগামী মাসে ট্রেনিং হওয়ার কথা। এরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ই-পাসপোর্ট সেবা প্রদান শুরু হবে। করোনার প্রাদুর্ভাবের কারণে ই-পাসপোর্ট কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন