হোম অন্যান্যসারাদেশ খুলনার তিন এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত 

খুলনার তিন এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত 

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

খুলনা অফিস :

করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায়  খুলনা সিটি কর্পোরেশনের দ’ুটি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও এ তালিকায় আছে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন। আগামী ২৫ জুন থেকে খুলনার এই তিনটি এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটি খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল সোমবার দুপুরে এক সভায় এ স্বিদ্ধান্ত নেয়।
রেড জোন চিহ্নিত এলাকাগুলো হচ্ছে- খুলনা মহানগরের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন।
সভায় জানানো হয়, আগামী ২৫ জুন রাত ১২টার পর থেকে ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হবে।
এ ব্যাপারে খুলনার সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ জানান, আমরা সিটি কর্পোরেশন এবং উপজেলার অন্তত ১২ টি স্থানকে রেড জোন হিসেবে চিহ্নিত করার সুপারিশ পাঠিয়েছিলাম। তবে এ সংক্রান্ত সভায় অনেক যাচাই-বাছাই শেষে তিনটি স্থানকে রেড জোন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৫ জুন থেকে ওই সব এলাকাকে লকডাউন ঘোষনা করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন