হোম অন্যান্যসারাদেশ খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শারাফাত হোসেন (50) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া একটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
তিনি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পার স্বামী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শারাফাত হোসেন গত 10 জুন রাত সাড়ে নয়টায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। তিনি নগরীর দৌলতপুর থানার কবীর বটতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন