হোম খুলনা খুলনা- ৬ আসন: যে কারনে আ.লীগের বাবু আউট, রশিদ ইন

সংকল্প ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী জানা যায় যে বর্তমান সরকারের ৭১ জন সংসদ সদস্য এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

এতে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন,খুলনার ৬ টি সংসদীয় আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে ৩ টিতে পরিবর্তন করা হয়েছে। খুলনা- ১ (বটিয়াঘাটা ও দাকোপ) আসনে পঞ্চানন বিশ্বাসের পরিবর্তে ননী গোপাল মন্ডল, খুলনা-৩ (মহানগর ও দৌলতপুর) আসনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের পরিবর্তে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা) আসনে বর্তমান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর পরিবর্তে মোঃ রশীদুজ্জামান মোড়ল। এদিকে এই ৩ টি আসনের মধ্যে সবচেয়ে চমক দেখা দিয়েছে খুলনা-৬ আসনে।

এখান থেকে বাদ পড়েছেন সাবেক ছাত্রনেতা ও জেলা আ’লীগ নেতা মোঃ আক্তারুজ্জামান বাবু। এর আগের একাদশ জাতীয় নির্বাচনে হেবি ওয়েট নেতাদের বাদ দিয়ে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছিলেন এই তরুণ নেতা। তিনি ছিলেন খুলনার বয়সে সর্বকনিষ্ঠ এমপি। কিন্তু এক মেয়াদেই মনোনয়ন দৌড়ে হেরে গেলেন তিনি।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন।

উপকূলীয় ভেড়িবাঁধে কার্যকর বাঁধ নির্মাণে ব্যর্থ হওয়ায় প্রকাশ্যে জনরোষে পড়েছিলেন তিনি। এছাড়া কয়রা উপজেলা আ’লীগের কর্মসূচিতে প্রকাশ্যে ‘দলটার আর বারোটা বাজাবেন না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন কয়রা উপজেলা আ’লীগের সভাপতি জি এম মহসিন রেজা। নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি উপজেলার বহু কাজ বাগিয়ে নেয়া, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে গুটিকয়েক বিতর্কিত লোকজনকে সুবিধা দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির কারণেই তার এমন পরিণতি বলে অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের। তারা আরো জানান মনোনয়নের তালিকা থেকে মোঃ আক্তারুজ্জামান বাবুর নাম বাদ পরায় বিতর্কিত লোকজন গা ঢাকা দিয়েছে।

এতে দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আওয়ামী লীগের স্থানীয় কোন্দলও তাঁকে কোণঠাসা করে রাখে। ফলে প্রতিটি দুর্যোগে এলাকায় থেকে, বহু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেও শেষ হাসি হাসতে পারেননি তিনি। এই এমপির বিরুদ্ধে সর্বশেষে ঠিকাদারী করার অভিযোগ করা হয়।

অপর দিকে এবারও এ আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে চমক দেখিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবার এখানে আওয়ামী লীগের বহু হেবি ওয়েট নেতাদের বাদ দিয়ে মনোনয়ন পেয়েছেন সাবেক পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রশিদুজ্জামান মোড়ল। এক সময়ের তিনি সিপিবি’র রাজনীতিতে ছিলেন এবং এ অঞ্চলে লবণ পানিতে চিংড়ি ঘের বিরোধী আন্দোলনের নেতা হিসেবে এলাকায় পরিচিত। তাকে মনোনয়ন দেওয়ায় এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্যদের বাদ দেওয়ায় এলাকার নেতাকর্মীদের মধ্যে সর্বত্র চলছে মিশ্র প্রতিক্রিয়া।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন