ভ্রাম্যমান প্রতিনিধি :
খুলনা-চুকনগর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে খাঁদে পড়ে আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা-চুকনগর মহাসড়কের গুটুদিয়া ওয়াপদার রাস্তা নামক স্থানে খুলনা-চুকনগর গামী (জ-১১-০১০৯) নং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলের ভিতর উল্টে যায়।
এসময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এসে তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করেন ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, ১। রাবেয়া বেগম (৫০) পিতা-শাহাবুদ্দিন সাং-পাটগাতি, খুলনা, ২। সুফিয়া বেগম (৪০) পিতা- ওসমান, সাং-ধুপদিপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা, ৩।শফিকুল ইসলাম(৩৫) পিতা-সনদ সমাদ্দার, সাং- কালিগঞ্জ সাতক্ষীরা, ৪। আসাদুল ইসলাম (৪০) পিতা- আশরাফুল, সাং-মোল্লাপাড়া, যশোর, ৫। মনিরুল ইসলাম (৬০) পিতা-ওহায়াব আলী, সাং-খলসি, ডুমুরিয়া খুলনা, ৭। মাসুম বিল্লাহ পিত-আবুল কাসেম সাং- চুকনগর, ডুমুরিয়া, খুলনা, ৭। আরনি (১৮) পিতা- মোহাম্মদ সানি, সাং-খুলনা, ৮। পলি (৩৯) পিতা-মাসুম সাং-চুকনগর, ডুমুরিয়া, খুলনা, ৯। মহিবা পিতা মাসুম বিল্লাহ সাং চুকনগর ডুমুরিয়া খুলনা ও ১০। জোহানি (৭) পিতা-মাসুম বিল্লাহ, সাং-ডুমুরিয়া, খুলনা।