হোম অন্যান্য খুলনা ও বরিশালের সব থানায় অনলাইনে জিডি-সেবা চালু হচ্ছে সোমবার

খুলনা ও বরিশালের সব থানায় অনলাইনে জিডি-সেবা চালু হচ্ছে সোমবার

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

নিউজ ডেস্ক:
খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলার সব থানা এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন সব থানায় সোমবার (২১ জুলাই) থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। এতে করে ঘরে বসেই অনলাইনে জিডি করার সুযোগ পাবেন এ দুই অঞ্চলের মানুষ।

রবিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি-সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে ‘অনলাইন জিডি’ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এর আওতায় এখনও পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ মিলিয়ে ৪৫৭টি থানায় অনলাইন জিডি-সেবা চালু রয়েছে।

নতুন করে সোমবার (২১ জুলাই) থেকে খুলনা ও বরিশাল রেঞ্জসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন ১২২টি থানায় অনলাইন জিডি-সেবা চালু করা হচ্ছে।

এই সেবা নিতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে একাধিকবার জিডি করা যাবে, নতুন করে রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না।

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনও অসুবিধা হলে সহায়তা পেতে যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে ০১৩২০০০১৪২৮। হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন