হোম জাতীয় খিচুড়ি রান্নার দায়ে জরিমানা, নৌকার ক্যাম্প ভাঙার নির্দেশ

খিচুড়ি রান্নার দায়ে জরিমানা, নৌকার ক্যাম্প ভাঙার নির্দেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

জাতীয় ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী ক্যাম্পের সামেন খিচুড়ি রান্নার দায়ে নৌকার প্রার্থীর সমর্থকদের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্বাচনী ক্যাম্পটিও ভেঙে ফেলার নির্দেশ দেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আজিমনগর ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্পের সামনে খিচুড়ি রান্না করা হয়। এ খবরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাফর উল্যাহর সমর্থকদের ৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।

পাশাপাশি নির্বাচনী ক্যাম্পটি সরকারি জায়গায় হওয়ায় সেটিও ভেঙ্গে ফেলার আদেশ দেন। পাশাপাশি মাঝারি আকৃতির বানানো নৌকাটিও খুলে ফেলার আদেশ দেন তিনি।

তবে খিচুড়িটি নির্বাচন উপলক্ষে না বলে জানিয়েছেন দীঘিরপাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাত্তার মাতব্বর। তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই খিচুড়ি রান্না করা হচ্ছিল। এটা ইলেকশনের না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন