রাজনীতি ডেস্ক:
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে সুজন নামের এক যুবক প্রবেশের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেফতার দেখিয়ে সুজনকে আদালতে পাঠানো হয়। পরে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।
এদিকে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গতকাল খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।