হোম রাজনীতি খালেদা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে: নজরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনপ্রিয়তার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্য৷

শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সংকট ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, এ সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকার গঠন করতে হবে৷ সংসদ ভেঙে নতুন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এ লক্ষ্যেই আন্দোলন চলছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান সংশোধন করার কারণে দেশের সর্বত্র সংকট চলছে। চিকিৎসা ও শিক্ষাখাতে খুবই খারাপ অবস্থা। শিল্প-বাণিজ্য সব খাতে খারাপ অবস্থা। ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে দেশে ডিজিটাল চুরি ও লুটপাট চালানো হচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া আজ কারাবন্দি। তার সুস্থতা কামনা করছি। তার অনুপস্থিতিতে তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব পালন করছেন। তাকেও দূরে সরিয়ে রাখতে কারাদণ্ড দেয়া হয়েছে। তার সহধর্মিণীকেও বানোয়াট অভিযোগে সাজা দিয়েছেন আদালত।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অত্যাচারী, অনির্বাচিত ও দায়হীন সরকারের পক্ষে সবকিছুই করা সম্ভব। সেটিই এখন হচ্ছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বর্তমান সরকারকে চায় না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন