হোম অন্যান্যসারাদেশ খালি পায়ে রাবি শিক্ষকের প্রতিবাদী অবস্থান

অনলাইন ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খালি পায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। একইসঙ্গে আহত শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাসগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

কর্মসূচির বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী ও পুলিশ যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, এর প্রতিবাদ আমি এখানে অবস্থান নিয়েছি। পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের হামলায় এবং পরবর্তীতে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত হয়েছে, যা মোটেও কাম্য নয়। আমি অভিভাবক হিসেবে দুঃখ প্রকাশ করছি। কারণ, আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি।’

অধ্যাপক ফরিদ উদ্দিন খান আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এখনও হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাদের মাথার ব্যান্ডেজ খোলা হয়নি, সেলাই এখনও কাটা হয়নি। এই অবস্থায় তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। আমি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ক্লাস বর্জন করেছি।’

হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে এই রাবি শিক্ষক বলেন, ‘পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘসময় পেয়েছে। তবে, তারা ব্যর্থ হয়েছে এবং এর পরিণতি হয়েছে চরম ভয়াবহ। আমি এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

উল্লেখ্য, গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। প্রায় আট ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া এবং মুখোমুখি সংঘর্ষে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। আগুন দেওয়া হয় বিনোদপুর বাজারের কয়েকটি দোকান ও পুলিশ বক্সে। পরে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন