হোম জাতীয় খাবার দিতে দেরি হওয়ায় মাকে হত্যা, ছেলে আটক

জাতীয় ডেস্ক :

কি‌শোরগ‌ঞ্জের মিঠামই‌নে খাবার দি‌তে দে‌রি হওয়ায় বৃদ্ধা মাকে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শ‌নিবার (২৮ জানুয়ারি) সকা‌লে মিঠামইন উপ‌জেলা সদ‌রের গো‌বিন্দপুর বড়হা‌টি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় ছে‌লে ইন্দ্রজিৎ দাস‌কে (৪৫) আটক ক‌রে‌ছে পু‌লিশ।

পু‌লিশ জানায়, ওই গ্রা‌মের মৃত হরলাল দা‌সের স্ত্রী মন‌মোহনী দাস (৭০) কৃ‌ষি জ‌মি‌তে শ্রমি‌কের কাজ কর‌তেন। ছে‌লে ইন্দ্রজিৎ বি‌য়ে ক‌রে স্ত্রী-সন্তান নি‌য়ে পাশের গ্রা‌মে শ্বশুর বা‌ড়ি‌তে থাক‌তেন। মাঝেমধ্যে মা‌য়ের বা‌ড়ি‌ আস‌তেন তি‌নি। শনিবার সকা‌লে কা‌জে বের হওয়ার সময় মা‌য়ের কা‌ছে খাবার চান ইন্দ্রজিৎ। ‌কিন্তু মা জানান, ঘ‌রে নাস্তা তৈ‌রি হয়‌নি। তি‌নি কা‌জে বের হ‌বেন এবং বাই‌রে খে‌য়ে নেবেন। খাবার না দেয়ায় মা‌য়ের সঙ্গে তর্কাত‌র্কি‌তে জ‌ড়ি‌য়ে প‌ড়েন ইন্দ্রজিৎ। একপর্যা‌য়ে মা‌য়ের ওপর চড়াও হয়ে বৃদ্ধা মা‌কে লোহার রড দি‌য়ে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যান তি‌নি। প‌রে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‌লিন্দ্র নাথ গোলদার জানান, ইন্দ্রজিৎ কিছুটা মান‌সিক ভারসাম‌্যহীন। তি‌নি কাজকর্ম করতেন না। এ নি‌য়ে স্ত্রী ও মা‌য়ের সঙ্গে মা‌ঝেম‌ধ্যে ঝগড়া হ‌তো। ভাত খে‌তে না দেয়ায় ক্ষুব্ধ হ‌য়ে তি‌নি মা‌কে হত‌্যা করার কথা স্বীকার ক‌রে‌ছেন। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌ল মর্গে পাঠিয়ে‌ছে। এ ঘটনায় থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তুতি চল‌ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন