হোম অন্যান্যসারাদেশ কয়রায় অবৈধ শুটকি খটি উচ্ছেদ অভিযান

কয়রায় অবৈধ শুটকি খটি উচ্ছেদ অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ

 খুলনা অফিস:

কয়রা উপজেলা প্রসাশন ও সুন্দরবণ পশ্চিম বনবিভাগের খুলনা রে›জ যৌথ অভিযান চালিয়ে কয়রা উপজেলার জোড়শিং বাজার ও বাজার সংলগ্ন এলাকার ১৮ টি অবৈধ শুটকি ডিপো ঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন,দীর্ঘদিন যাবৎ সুন্দরবণ থেকে একধরণের অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে এসকল অবৈধ শুটকি ডিপোতে মাছ শুকায়।যার কারনে সুন্দরবনের মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে।এবং সুটকি শুকানোর ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুকিতে পড়ছে সাধারণ মানুষ।এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসকল অবৈধ শুটকি ডিপো উচ্ছেদ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ আবু সালেহ,উপজেলা মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমদ,কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরাম,বানিয়াখালি ষ্টেশন কর্মকর্তা কাজী মাহফুজুল হক,স্মার্ট টিম লিডার শেখ মোঃ আনিছুর রহমান,রে›জ সহযোগী শাহান শাহ নওশাদ,কাশিয়াবাদ ষ্টোশনের সহযোগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম,সি এম সি এর কোষাধ্যক্ষ রিয়াছাদ আলী,বজবোজা টহল ফাঁড়ির ওসি খায়রুল আলম মিঠু,খাশিটানা টহল ফাঁডির ওসি একেএম আব্দুস সুলতান,আনদার মানিক টহল ফাঁডির ওসি স্বাদ আল জামি,গেওয়াখালি টহল ফাঁডির ওসি নুরুল আমিন সহ বনবিভাগের স্টার্ফ, সিমসির সদস্য ও সিপিজির সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন