হোম অন্যান্যসারাদেশ কয়রার জোড়শিং বাজারে গড়ে উঠেছে অবৈধ শুটকি ডিপো

কয়রার জোড়শিং বাজারে গড়ে উঠেছে অবৈধ শুটকি ডিপো

কর্তৃক
০ মন্তব্য 149 ভিউজ

খুলনা অফিস :
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন জোড়শিং এলাকায় ১৫টি অবৈধ শুটকি ডিপোতে পোড়ানো হচ্ছে শত শত মণ বিভিন্ন প্রজাতির কাঠ। প্রশাসন দেখেও নীরব রয়েছে। আর এ কাজের নেপথ্যে রয়েছে এলাকার কিছু অসাধু লোক। এলাকার সচেতন মহল সুন্দরবন সংলগ্ন এই এলাকার শুটকি ডিপো বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। আর এ সকল ডিপোতে বিষ প্রয়োগ করে সংগৃহিত মাছ শুকানো হচ্ছে হরহামেশাই। প্রতিকারে কোন ব্যবস্থা নিতে পারছেনা কর্তৃপক্ষ। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে সচেতন মহল।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, জোড়শিং বাজার ও তার আশেপাশে পাউবো’র বেড়ী বাঁধের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে ১৫টি মাছ শুকানো শুটকি ডিপো। আর এই ডিপোগুলোতে অবাধে মাছ শুকাতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির কাঠ। এ ছাড়া সুকৌশলে ডিপো মালিকদের নিজস্ব লেবার দিয়ে সুন্দরবন থেকে রাতের আধারে কাঠ কেটে নিয়ে এসে ঐ সকল ডিপোর গোপন আস্তানায় রেখে রাতের আঁধারে অবাধে পোড়ানো হচ্ছে। অসাধু ঐ ব্যবসায়ীরা প্রশাসনকে ধোকা দেয়ার জন্য সামান্য কিছু স্থানিয় কাঠ সংগ্রহ করে রেখে তা না পুড়িয়ে রাতের আধারে সুন্দরবনের কাঠ পোড়াচ্ছে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বন বিভাগ অভিযান পরিচালনা করলেও তারা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।

স্থানীয় এলাকাবাসি জানায়,সম্প্রতি সুন্দরবনে বিষ প্রয়োাগ করে মাছ ধরার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। তার একমাত্র কারন রাতের আধারে বিষ দিয়ে ধরা মাছ ঐ সকল শূটকি ডিপোতে বিক্রি করছে। যে কারনে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা সম্ভব হচ্ছেনা। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম বলেন,বন বিভাগ সব সময় শুটকি ডিপোর বিপক্ষে। আইনের জটিলতায় লোকালয়ের শুটকি ডিপোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারছিনা। অবৈধভাবে যাতে বিষ প্রয়োগ করে মাছ ধরতে না পারে তার জন্য সর্তক দৃষ্টি সহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ২ টি মামলায় জাল নৌকা সহ জেলে আটক করে জেল হাজতে পাঠনো হয়েছে।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ জানান, অবৈধভাবে গড়ে ওঠা শুটকি ডিপোতে কাঠ পোড়ানোর বিষয়টি তার জানা নেই। তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন