হোম খুলনাসাতক্ষীরা ক্ষমতায় গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিব

ক্ষমতায় গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিব

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষি ভাতা প্রদান করা হবে বলে।
তিনি বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহনী এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
তিনি আরো বলেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি ধানের শীষে ভোট দেওয়ার কারণে হয়রানি বা গ্রেপ্তারের ভয় দেখানো হয়, তাহলে আমি তাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবো। গ্রেপ্তার তো দূরের কথা, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলার দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং কলারোয়া উপজেলা যুবদলের সদস্যসচিব সালাউদ্দিন পারভেজের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, তালা উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারন ভোটাররা জনসভায় উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন