হোম খেলাধুলা ক্লাব ছাড়তে চান মেসি, ধরে রাখতে চায় পিএসজি!

খেলাধূলা ডেস্ক :

পিএসজিতে যোগ দেওয়ার পর স্বাগত বক্তব্যেই ক্লাবকে আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন দেখিয়েছিলেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের সম্পর্কচ্ছেদ করে তাকে বার্সেলোনা থেকে প্যারিসে উড়িয়ে আনার পেছনে পিএসজি মালিক নাসের আল খেলাইফির লক্ষ্যও ছিল ঠিক এমনই। কিন্তু কাতালোনিয়ার ক্লাব ছাড়ার পর যেন ফর্মটাও ছেড়ে এসেছেন আর্জেন্টাইন জাদুকর। কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের সুপার সিক্সটিনের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে দল।

রিয়ালের কাছে অবিশ্বাস্যভাবে হারের পর ঘরের মাঠে বোর্দোর বিপক্ষে ম্যাচটিকে কখনো ভুলতে পারবেন না মেসি। ঘরের মাঠে খেলতে নেমেও দুয়ো শুনতে হয়েছে তাকে। এদিকে, তার এমন দুরবস্থার মধ্যেই নতুন গুঞ্জন পিএসজি ছাড়তে চাচ্ছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরেঙ্গুইতোর বরাতে মার্কা জানিয়েছে, কুইম ডমিনিক দাবি করেছেন, ক্যাম্প ন্যুতে ফিরতে চান মেসি।

যদিও তার এ মুহূর্তে ক্লাব ছাড়া এতটা সহজ হবে না। কারণ পিএসজি ছাড়তে চাইবে না তাকে। এর পেছনে বড় যুক্তি হচ্ছে, ক্লাবটির অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর তাই একসঙ্গে দুই তারকাকে হারাতে চাইবে না প্যারিসের জায়ান্টরা।

দুই বছরের চুক্তিতে পার্ক দ্য প্রিন্সেসে নাম লিখিয়েছিলেন মেসি। আর তাই ২০২২-২৩ মৌসুম পর্যন্ত বড় চমক না হলে তাকে ধরে রাখতে চাইবে ক্লাব। আর তাই ধারণা করা হচ্ছে, আপাতত বল এখন মেসির কোর্টে নেই।

তবে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন আরও বাস্তব ভিত্তি পাবে যদি, তার এক সময়ের সতীর্থ ও বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজ তাকে পুনরায় ফেরাতে চায়। তারা দুজন একসঙ্গে বার্সাকে অনেক শিরোপা উপহার দিয়েছেন। তবে বার্সা কোচের ভালো করেই জানা আছে, তার সাবেক টিমমেটের বয়স এখন ৩৫ ছাড়িয়েছে।

এদিকে, মেসির বিষয়ে বার্সেলোনার আগ্রহ না দেখানোর আরেকটি বড় কারণ হচ্ছে, দলের তরুণ ফুটবলারদের দিয়ে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দল। সাফল্যও পাচ্ছে। বলতে গেলে পুনর্জন্ম হচ্ছে ক্লাবটির। আর তাই জাভি এ মুহূর্তে নতুন কোনো ঝুঁকি নিয়ে দলের ছন্দ হারাতে চাইবে না।

বার্সেলোনা ছাড়ার সময়ই মেসি জানিয়েছিলেন, তিনি আবারও ফিরতে চান কোনো এক সময়ে। আর তাই মেসি আবারও ফিরবে এমন স্বপ্ন দেখছে কাতালোনিয়ার সমর্থকরাও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন