হোম অন্যান্যসারাদেশ ক্রেতা সেজে কুয়াদার ইউপি সদস্যকে গাঁজাসহ আটক করলো র‌্যাব

ক্রেতা সেজে কুয়াদার ইউপি সদস্যকে গাঁজাসহ আটক করলো র‌্যাব

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোর সদরের কুয়াদায় এক ইউপি সদস্য ও তার সহযোগীকে মাদকসহ আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মণিরামপুরের কুয়াদা বাজার এলাকা থেকে র‌্যাবের একটি টিম ক্রেতাসেজে এ আলোচিত দু’মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো, যশোর সদরের কুয়াদা সিরাজসিঙ্গা গ্রামের মৃত আবুবক্কার আবুর ছেলে রামনগর ইউনিয়নের ৮ নম্বর (ডহরসিংগা ও সিরাজসিংগা) ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম ও তার সহযোগী একই গ্রামের পালপাড়া’র শামছুদ্দীনের ছেলে হারুন-অর -রশিদ ওরফে হারুন। আটকের পর তাদেরকে নিয়ে কুয়াদার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।

বুধবার র‌্যাবের একটি দল সাদা পোশাকে ক্রেতাসেজে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। তাদেরকে আটকের পর ওইদিন মণিরামপুর থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাদেরকে আদালতে সোর্পদ করে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।

ইতোপূর্বে ইউপি সদস্য কামরুল মাদকসহ বেশ কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু তাতেও সে ক্ষ্যন্ত হয়নি। কুয়াদা বাজারে মুরগীর ব্যবসার আড়ালে তার ভাই তাজমুল, নাজমুলসহ তার সহযোগীরা গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছে। ইউপি সদস্য কামরুল আটকের পর কুয়াদার মানুষের মাঝে স্বস্তি— দেখা দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন