হোম খেলাধুলা ক্যারিবীয়ান স্পিনারদের ভেল্কিতে চরম চাপে বাংলাদেশ

ক্যারিবীয়ান স্পিনারদের ভেল্কিতে চরম চাপে বাংলাদেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
মিরপুরের উইকেটে স্পিনাররা সহয়তা পাবে। সেটা জেনেই দ্বিতীয় ম্যাচের একাদশে স্পিনারদের অন্তর্ভুক্তি করে ওয়েস্ট ইন্ডিজ। মাঠেও সেটার প্রতিফলন দেখাচ্ছেন ক্যারিবীয়ান স্পিনাররা। তাদের ঘূর্ণিতে ধুঁকছে বাংলাদেশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভালো শুরুর আভাস দিলেও দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ১৬ বলে ৬ ও তাওহিদ হৃদয় ১৯ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৮ রানে ২১ বলে ১৫ রান করে আউট হন শান্ত। তবে একপাশ আগলে রেখে রানের চালা সচল রাখেন সৌম্য ও মাহিদুল অঙ্কন।

তবে ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার। অঙ্কন ৩৫ বলে ১৭ ও সৌম্য ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরে গেছেন। তাদের বিদায়ে চরম চাপে পড়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ৫টি উইকেটই তুলে নিয়েছেন ক্যারিবীয়ান স্পিনাররা। আকিল হোসেন ও অলিক অ্যাথানজে নিয়েছেন ২টি করে উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন