জাতীয় ডেস্ক :
পিরোজপুরের নেছারবাদের স্বরূপকাঠিতে কোরবানির গরু দেখতে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আমিনা খানম (৭) নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার দোহারি ইউনিয়নের চিলতলা বাজার সংলগ্ন বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা ওই গ্রামের বেল্লাল হোসেন বেপারীর কন্যা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনের রাস্তা দিয়ে একটি বড় আকৃতির কোরবানির গরু নিয়ে যাচ্ছিল। শিশুটি ওই গরুটি দেখতে বাড়ি থেকে দৌড়ে বের হয়। এ সময় স্বরূপকাঠি থেকে দোহারির উদ্দেশে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা অটোরিকশার চালক ইমরান হোসেনকে (২৫) আটক করে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিচ্ছি। এখনও কেউ এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি।
