ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন কোন দখলকারী ঠাই নেই, সে যে দলের হোক। অবৈধ্যভাবে দখরকারীদের উচ্ছেদ করা হবে। তিনি ২ জানুয়ারী বিকেল ৫টায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে ফকিরহাট কাটাখালী চত্ত্বরে অনুষ্ঠিত গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলে কোন টেন্ডারবাজী চলবে না, মহামারী করোনার ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব যখন বিপর্যস্ত তখন বাংলাদেশে অনেকটায় নিয়ন্ত্রণ ছিল। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার।
সরকারের যে কোন পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। সকলকে একত্রিত হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সাংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বসিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিকদার এস এম আবু বক্কর সিদ্দিক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আলহাজ¦ এ্যাডঃ শাহ-ই-আলম বাচ্চু, এ্যাডঃ ফদির উদ্দিন আহম্মেদ, এ্যাডঃ শেখ মোঃ আলী আকবর, কাজি মাহফুজুর রহমান, ইদ্রিস আলী ইজারাদার, অধ্যাপক মোল্লা আঃ রউফ, সরদার সেলিম আহম্মেদ, ডাঃ মোঃ মোশাররফ হোসেন, ফরিদা আক্তার বানু (লুচি), ডাঃ এ, জে,আজাদ ফিরোজ টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক ও পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, জেলা আ,লীগের সদস্য মোঃ মুজিবুর রহমান খান, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, সদস্য সচিব সরদার আব্দুল কাদের ও শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।