হোম জাতীয় কোটা আন্দোলন: রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা আন্দোলন: রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ

জাতীয় ডেস্ক:

কোটা বিরোধী আন্দোলনে ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে এবার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় রেল লাইন অবরোধ করেন তারা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদ সমবাবেশ করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল ক্যাম্পাসের সব হল প্রদক্ষিণ করে। এরপর রেললাইন অবরোধ করেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

আন্দোলরত শিক্ষার্থীরা জানান, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যমূলক কোটাপদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছে। শিক্ষাথীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন থেকে নতুন নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এর আগে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে আন্দোলন করছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ থেকে একদফা দাবি ঘোষণা করলো তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন