জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) :
কেশবপুরের সাংবাদিক হাজী রুহুল কুদ্দুসের ভাই সোমবার বিকেলে খুলনা চুৃকনগর সড়কের বটতলা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন(৩৬)। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ।
বির্বৃতি দাতারা হলেন প্রেসক্লাব সভাপতি আশরাফ –উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবত্তৃী, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামসুর রহমান সাংবাদিক নুরুল ইসলাম খান, কে এম কবীর হোসেনসহ নের্তৃবৃন্দ।