হোম খুলনাযশোর কেশবপুরের ভেরচী ৬ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান

কেশবপুরের ভেরচী ৬ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমে ২৬তম ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান আজ শুক্রবার (১৪ মার্চ-২৫) রাত থেকে শুরু হবে।ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের সেবকবৃন্দ জানান, শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টায়ঃ শ্রী শ্রী কালী মায়ের পূজা। শণিবার (১৫ মার্চ) ভোর ৫টায়ঃ মঙ্গল আরতী। সকাল ৭টায়ঃ সূর্যদেবের পূজা। দুপুর ১২টায়ঃ গোমাতার পূজা। সন্ধ্যা ৬টায়ঃ গঙ্গা পূজা। সন্ধ্যা ৭টায়ঃ পরলোক গমনকারীর আত্মার শান্তি ও মঙ্গল কামনার্থে ৫০০১টি প্রদীপ প্রজ্বলন। রাত ৮টায়ঃ হোম যজ্ঞ। রাত ৯টায়ঃ ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ আলোচনা ও শুভাধিবাস কীর্তন। আলোচক থাকবেনঃ শ্রী বিল্বমঙ্গল দাসজী, বুধহাটা, সাতক্ষীরা। শুভাধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেনঃ গৌড়ীয় ভক্তিবিনোদ গোষ্ঠীর অন্যতম আচার্য্য ১০৮ শ্রী শ্রীল কৃষ্ণদাস গোস্বামী প্রভুপাদ (কান্তি চক্রবর্তী)।১৬, ১৭, ১৮ মার্চ-রোব, সোম ও মঙ্গলবারঃ অরুণোদয় হতে ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন সহযোগে ভক্তসেবা কার্যাদি। ১৯ মার্চ- বুধবারঃ প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, দধিমঙ্গল, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। অতঃপর চৈত্রমাসব্যাপী প্রতি সোমবারে শিব পূজা ও স্নান অনুষ্ঠান।
°নামামৃত পরিবেশনায়- শ্রী শ্রী বেদবাণী সম্প্রদায়, কুমিল্লা। মাস্টার-অখিল বিশ্বাস (ভারত)। ° শ্রী শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জ। মাস্টার- গৌতম।
° শ্রী শ্রী শান্তি নিকেতন সম্প্রদায়, ঢাকা। মাস্টার- কানাইলাল। ° শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, খুলনা। মাস্টার- পিরোনাথ। ° শ্রী শ্রী আদি রাম কৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাট। মাস্টার-অমলেন্দু। ° শ্রী শ্রী গোপাল মন্দির সম্প্রদায়, নরসিংদী। মাস্টার-শ্রীজন। ° শ্রী শ্রী ব্রজ কিশোর সম্প্রদায়, ফরিদপুর। মাস্টার-শংকর বিশ্বাস।
° শ্রী শ্রী নব নিত্যানন্দ সম্প্রদায়, খুলনা। মাস্টার-সুভাষ বাবু। শ্রী শ্রী ছাত্র-বন্ধু সম্প্রদায় সরকারি বি.এল কলেজ, খুলনা, মাস্টার-বিপুল দাশ। ° নিমতলা রাধাগোবিন্দ সম্প্রদায়, ভেরচী, কেশবপুর, যশোর।আচার্য্য ও সেবাকার্যেঃ গৌড়ীয় ভক্তিবিনোদ গোষ্ঠীর অন্যতম আচার্য্য ১০৮ শ্রী শ্রীল কৃষ্ণদাস গোস্বামী প্রভুপাদ (কান্তি চক্রবর্তী)। সহযোগিতায়-শ্রী সঞ্জয় কৃষ্ণ দাস, সেবায়েত-শ্রীশ্রী মহাপ্রভুর ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন