স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর নিউজ হাউজের স্বত্তাধিকারী ও দৈনকি প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দীলীপ মোদকের বাবা অনিল কুমার মোদক আজ বৃহষ্প্রতিবার নিজ বাড়িতে হৃদরোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮১) বছর , তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ ৬০ বছর যাবৎ সুনামের সাথে পত্রিকা পরিবেশন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন কেশবপুর প্রেসক্লাব নের্তৃবৃন্দ।
বির্বৃতি দাতারা হলেন প্রেসক্লাব সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহ সভাপতি আব্দুস সাত্তার মোল্যা, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দেসহ সাংবাদিক নুরুল ইসলাম খান, কে এম কবীর হোসেনসহ সাংবাদিক বৃন্দ।