হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির মানব বন্ধন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

শনিবার সকালে ২৭ বিল বাাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে পানিবন্ধী বাগডাঙ্গা গ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাটু পানিতে দাঁড়িয়ে এলাকার শত শত নারী পুরুষ মানব বন্ধনে অংশ নেয়।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টি নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, বাবর আরী গোলদার, ইউপি মেম্বার বৈদ্য নাথ, সুচিত্রা বিশ্বাস, আব্দুল গফফার প্রমুখ। বক্তারা অবিলম্বে ২৭ বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে মানুষের দূর্দশা লাঘবে প্রধান মন্ত্রী হস্কক্ষেপের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন