হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সাংবাদিক পুত্র ও ভাতিজার এস এস সি ফলাফলে জিপিএ পাঁচ লাভ

কেশবপুরে সাংবাদিক পুত্র ও ভাতিজার এস এস সি ফলাফলে জিপিএ পাঁচ লাভ

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর :

এবারের এসএসসি ফলাফলে দৈনিক কালেৱ কন্ঠের কেশবপুর প্রতিনিধি নুরুল ইসলাম খান ও সাইদা সুলতানার একমাত্র ছেলে কে এম আরিফ ইসলাম সিয়াম ও সাংবাদিক জয়দেব চক্রবত্তীর ভাতিজা পুলিশ অফিসার উত্তম চক্রবত্তী ও অপরনা চক্রবত্তীর ছোট ছেলে শুভজ্যোতি চক্রবত্তী জিপিএ পাঁচ পেয়েছে । শুভজ্যেতি ডাক্তার ও সিয়াম প্রকৌশলী হওয়াৱ আগ্রহ প্রকাশ করে । তারা সকলের দোয়া ও আশ্বীবাদ কামনা করেছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন