নিজস্ব প্রতিনিধি,কেশবপুর :
যশোরের কেশবপুরে লাল ফিতা দিয়ে রেড জোন এলাকা চিহিৃত করে লকডাউন করা হয়েছে।
কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নেতৃত্বে শুক্রবার লাল ফিতা দ্বারা রেড রোজ এলাকা সমূহ চিহিৃত করা হয়েছে। কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপজেলা ভূমি অফিস থেকে কালী মন্দির হয়ে অনন্ত সড়ক দিয়ে সাহাপাড়া।সানাপট্টি, গমপট্টি, পাঁজিয়া সড়কের পুরাতন ব্রীজ, মেহের মার্কেট, সাব রেজিষ্ট্রি হতে অনন্তসড়ক হয়ে সাব রেজিষ্ট্র অফিস হয়ে মন্টু সাহেবের বাড়ি পর্যন্ত , পিনুর মোড় হতে নোনা মেটেলের মসজিদ পর্যন্ত,পুরাতন পাম্পের পিছন হতে সুইসগেট পর্যন্ত, খ্রীষ্টান মিশন হতে ডাকনাম ভবানীপুর পর্যন্ত, হেলথ কেয়ার এর পরের বাড়ি হতে উত্তর দিক রবিউলের বাড়ি পর্যন্ত লাল ফিতা দ্বারা রেড জোন হিসাবে চিহিৃত করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট