হোম খুলনাযশোর কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি :

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল ৮:০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন-এর সভাপতিত্ব এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়-এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম রুহুল আমীন, সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া তুবা, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র শেখ সাদনান সাদিব, অভিজিৎ ব্যানার্জী, ৮ শ্রেণির ছাত্র সাদমান সামী, তেঘরী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন সুইটি প্রমূখ।

আলোচনাসভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সহকারী কৃষি অফিসার কিরণময় সরকার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন