হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে মাদকের প্রতিবাদ করায় মেম্বারকে ভয়ভীতি, হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে মাদকের প্রতিবাদ করায় মাদকসেবীরা এক মেম্বারের মটর সাইকেল ভাঙচুরসহ ভয়ভীতি, হুমকি দিয়েছে। বর্তমান ওই মেম্বার ভয়ে ভয়ে রাত্রি যাপণ করছেন। এ ঘটনার প্রতিকারে শনিবার বেলা ১১টায় কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার খলিল মোড়ল।

লিখিত বক্তব্য পাঠাকালে তিনি বলেন, গত ইউপি নির্বাচনের পর থেকে মেম্বারীর দায়িত্ব পালনকালে এলাকার কিছু চিহ্নিত যুবক তাকে প্রতিপক্ষ মনে করে সমাজে হেয় করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের মধ্যে বেলোকাটি গ্রামের দবির উদ্দীনের ছেলে হেলালউদ্দীন, মৃত ইব্রাহিম মোড়লের ছেলে নাজমুল হোসেন, আব্দুল আহাদের ছেলে শাহিন, মৃত রাজ আলী সরদারের ছেলে শাহাদাত হোসেন বেনী এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। তাদের কারণে এলাকার উঠতি যুবকেরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। যে কারণে আমি তাদের মাদক সেবন থেকে বিরত থাকতে বলি।

এ বিরোধের জের ধরে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে। গত ১০ আগস্ট গভীর রাতে তিনি মটর সাইকেলযোগে ডোঙ্গাঘাটা বিলের পাশে ফারহানের বাড়ির রাস্তার ওপর মটর সাইকেল রেখে নিজের ঘের দেখতে যান। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে উক্ত মাদকসেবীরা একত্রিত হয়ে তার মটর সাইকেল ভাংচুর করে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে চলে যায়।

তিনি পরের দিন সকালে তাদের কাছে মটর সাইকেল ভাংচুরের কারণ জানতে চাইলে তারা তাকে মারপিট, ঘেরের ক্ষতি সাধনসহ খুন জখমের হুমকি প্রদান করে। এতে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের কাছে অভিযোগ দিয়েও বিচার না পাওয়ায় অবশেষে তিনি ১৭ আগস্ট জীবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং- ৭২০। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিরসনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত অব্যহত রয়েছে। মাদকের সাথে কোন আপোষ নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন