হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বোনের জমি দখলে নেয়ার চেষ্টা ভাংচুর মারপিটের অভিযোগ

কেশবপুরে বোনের জমি দখলে নেয়ার চেষ্টা ভাংচুর মারপিটের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

নিজস্ব প্রতিনিধি,কেশবপুর (যশোর) :

কেশবপুরের কোমরপোল গ্রামে অসহায় বোনের জমি দখলে নিতে তার ভাইসহ কয়েকজন ব্যক্তি বোনের জমির উপর ইটের গাথুনির ভিটা উচ্ছেদ, ছাপড়া ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছে অসহায় মাজিদা বেগমের মেয়ে শিল্পী আক্তার।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তার মা মাজিদা বেগমকে হেবার দলিলে কড়িয়াখালী মৌজার ৭ শতক জমি ভোগ দখল করে আসছে। যার মধ্যে সাড়ে ৩শতক জমিতে বিভিন্ন ফলজ গাছ ও সজি¦ চাষ করে। এবং বাকি জমিতে ইটের গাথুনি দিয়ে পাকা ঘর নির্মানের জন্য ভিত তৈরী করে ।

সোমবার সকালে তার মামা আক্তার বাসিয়া, আমজেদ বাসিয়া,মোক্তার বাসিয়া,মনিরুল বাসিয়া ও আজিজুর বাসিয়ার নের্তৃত্বে জমিতে অনধিকার প্রবেশ করে ভিতের ইট , ছাপড়া ঘর ভাংচুর ও কলা , সুপারি গাছ কেটে দেয়। এ বং দখলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে তার মা মাজিদা বেগম ও শিল্পী আক্তারকে মারপিট করে আহত করে। আহতদের দ্রæত স্থানীয় ডাক্তারের নিকট নেয়া হয়। কেশবপুর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করে । থানার কর্তব্যরত দারোগা এস আই আশরাফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বিকার করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন