হোম খুলনাযশোর কেশবপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে”এর রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত 

কেশবপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে”এর রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ
পরেশ দেবনাথ:
যা কিছু মানুষের কল্যাণে-তাঁরই সাথে” শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা ১৯৯৯ সাল থেকে বহুমুখি সেবা, শিক্ষা, উন্নয়ন, গবেষণা ও প্রকাশনা মূলক কার্যক্রম স্বেচ্ছাসেবী হিসাবে পরিচালনা ও বাস্তবায়নে শেকড়ের সন্ধানে” রজতজয়ন্তী উৎসবে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের মাঝে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন, শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক কবি মিজানুর রহমান মায়া।
শনিবার (০৭ ডিসেম্বর-২৪) সন্ধ্যায় শহরের পিটিএফ এর সভাকক্ষে রজতজয়ন্তী উৎসবে জনাব বজলুর রহমান খান-এর সভাপতিত্বে এবং শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠিত রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব প্রফেসর ড. সন্দীপক মল্লিক, বাংলা বিভাগ, ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।
মুখ্য আলোচক ছিলেন, জনাব ড. সবুজ শামীম আহসান, কবি ও সভাপতি “কৃষ্টিবন্ধন” বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ঢাকা। বিশেষ অতিথি জনাব রাশিদা আখতার লিলি, কবি-সমাজসেবক ও দাতা সদস্য “শেকড়ের সন্ধানে”, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ ও জনাব শামীম আখতার মুকুল, সভাপতি ন্যাশনাল প্রেস সোসাইটি, কেশবপুর শাখা, প্রবন্ধ পাঠ করেন, জনাব শেখ মিজানুর রহমান মায়া, প্রতিষ্ঠাতা “শেকড়ের সন্ধানে”।
আরও বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন, সদ্য নির্বাচিত “কৃষ্টিবন্ধন”, যশোরের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ কাশেম অমিয়, বাংলাদেশ বেতার খুলনার শিল্পী চারণ কবি বাবুল আহমেদ, শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও লেখক আলী আহম্মদ,কবি ও গবেষক দিলারা বিউটি, শিক্ষক একেএম শহিদুল্লাহ, আব্দুল হাই হাদি, কবি মনিরুজ্জামান, কবি ও গবেষক গোলাম মোস্তফা, কবি জাকারিয়া হোসেন, তৌহিদুজ্জাম, কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আতিয়ার রহমান, আব্দুস সালাম প্রমূখ।
অতিথিবর্গের আলোচনার মাঝে মাঝে পরিচালক তাঁর আলোচনায় সংগঠনের ভাবিষ্যৎ পরিকল্পনার কথা ও সাহিত্য সেবার পাশাপাশি দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন বিশেষ অতিথি “শেকড়ের সন্ধানে”-এর দাতা সদস্য রাশিদা আখতার লিলি। কবিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ, কবি ও লেখক উজ্জল কুমার ঘোষ, শিক্ষক আসমা খাতুন, নূর হোসেন বাঁধন, সাহিত্য কর্মী আব্দুস সালাম মুর্শিদী, নাসির উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানটি কবি সাহিত্যকদের মিলন মেলায় পরিনত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন