হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বিজয় স্তম্ভ ভেঙে ফেলা ও পুণনির্মাণের দাবিতে স্মারকলিপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

বাঙ্গালীর স্বাধীনতার স্মারক কেশবপুরের বিজয় স্তম্ভ ভেঙে ফেলার প্রতিবাদ ও পুণনির্মাণের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেশবপুর শাখার পক্ষে বৃহস্পতিবার ৫টি দাবি সম্বলিত স্মারকলিপি যশোর জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়েছে।

সংগঠনের কেশবপুর শাখার সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, কেশবপুর শহরের প্রবেশমুখে স্বাধীনতার স্মারক বিজয় স্তম্ভটি সম্প্রতি কে বা কারা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। এ ঘটনায় কেশবপুরবাসি দারুনভাবে মর্মাহত।

বিজয় দিবস, স্বাধীনতা দিবসে বিজয় বেদীতে মাল্যদানসহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বিজয় স্তম্ভটি চাহিদাকৃত কোন স্থানে পুণনির্মাণ, যারা স্তম্ভটি ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন