হোম খুলনাযশোর কেশবপুরে বাল্যবিবাহ-ইভটিজিং প্রতিরোধে কিশোরীদের প্রশিক্ষণ

কেশবপুরে বাল্যবিবাহ-ইভটিজিং প্রতিরোধে কিশোরীদের প্রশিক্ষণ

কর্তৃক Editor
০ মন্তব্য 85 ভিউজ

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ইরেসপো প্রকল্পের উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরডিবির উপপ্রকল্প পরিচালক জহিরুল ইসলাম, বিআরডিবির ইরেসপো প্রকল্পের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। প্রশিক্ষণে অংশ নেওয়া ছাত্রীরা বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে তাদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন।

পরে অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার বিআরডিবির আওতাভূক্ত ইরেসপো প্রকল্পের উপজেলার বিদ্যানন্দকাটি পূর্বপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করে তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উঠান বৈঠক শেষে ইরেসপো প্রকল্পের উদ্যোক্তা ঋণী সদস্যদের খামার পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন