হোম খুলনাযশোর কেশবপুরে প্রণোদনা পেলেন ৪ হাজার ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

ভ্রাম্যমান প্রতিনিধি :

কেশবপুরে প্রণোদনা পেলেন ৪ হাজার ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসের হলরুমে ওই প্রণোদনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার।

প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার-এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস-এর সঞ্চালনায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার ভাইচ চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা।

অনুষ্ঠানে ১৮০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি করে গমের বীজ, ১১০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে ভূট্টার বীজ, ৪ হাজার জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে শরিষার বীজ, ১৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সূর্যমুখীর বীজ, ৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেয়াজের বীজ, ১৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মুসুরি ডালের বীজ, ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মুগ ডালের বীজসহ ৪ হাজার ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেওয়া হয়।

উপজেলার আলতাপোল গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বি এম মনিরুজ্জামান, রঞ্জন দেবনাথ, গণেশ মল্লিক, প্রবীণ কুমার মল্লিক এবং মধ্যকুল গ্রামের আব্দুল কাদের বিশ্বাস, ইকবাল হোসেন, শারমিন আক্তার লিমাসহ অনেকেই বিনামূল্যে বীজ ও সার পেয়ে বর্তমান সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা দ্বীপ জয় বিশ্বাস, শুভঙ্কর মোড়ল, আব্দুর রশিদসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন