স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের স্বনামধন্য পত্রিকা পরিবেশক অনিল মোদকের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই শোকসভার আয়োজন করা হয়।
উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, কবি মুহম্মদ শফি, সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম খান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, সমাজকর্মী বাবর আলী গোলদার, সমাজকর্মী সৈয়দ আকমল আলী, ডা. সৌমেন, অনিল মোদকের স্ত্রী অমরী মোদক, ছেলে সাংবাদিক দিলীপ মোদক প্রমুখ।
উল্লেখ্য, কেশবপুরের স্বনামধন্য পত্রিকা পরিবেশক অনিল মোদক গত ১৬ জুন মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ ৬০ বছর বিভিন্ন পত্রিকার এজেন্সি নিয়ে সুনামের সাথে মৃত্যুর আগপর্যন্ত কাজ করে গেছেন।