হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা

কেশবপুরে দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 141 ভিউজ

নিজস্ব প্রতিনিধি কেশবপুর যশোর  :

কেশবপুরে রোববার সকালে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, সুফলাকাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদত্ত বিশ্বাস ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান জানান, আইন শৃঙ্খলা বিষয়ে নির্বিঘ্নে  দুর্গা পূর্জা উদযাপনে ৪ স্তরের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং উপজেলা ব্যাপী পুলিশের ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, পূজা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার নির্দেশনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন