নিজস্ব প্রতিনিধি, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব বেড়েছে। এক দিনে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন। এর মধ্যে নতুন আক্রান্ত রুগী-১১ জন। উপজেলায় এ পযন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। কেশবপুর উপজেলার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১ জনের।
কেশবপুর উপজেলার স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানাগেছে, কেশবপুর উপজেলায় গত ৯ মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরছেন ২৬৭ জন। আর গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। এরমধ্যে কেশবপুর হাসপাতাল থেকে রিলিজ পাওয়া ঢাকায় বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা পৌর সভার ভোগত-নরেন্দ্রপুর এলাকার আলাউদ্দীন খাঁন বাবুর ১৪ মাসের শিশু পুত্র আবিদ খাঁন, সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেওলী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী সাক্ষাওয়াত হোসেনের কন্যা রুপা খাতুন (১৫) ও কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন প্রতাপপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের স্ত্রী আয়শা খাতুন (৪৫),পাঁজিয়া গ্রামের আজিজুর রহমান(৩৮) এর মৃত্যু হয়েছে।
কেশবপুর উপজেলায় ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব বেড়েছে। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় কেশবপুর উপজেলার সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ১৫ জনকে। উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাদেরকে সাধ্যমত চিকিৎসা দেওয়া হচ্ছে যেগুলি খুব ডেঞ্জার পয়েন্টে চলে গেছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।